ঢাকা: ভিসা নীতিতে কোনো শিথিলতা আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি বলেন, “এটি ভিসার বিষয় নয়; এটি ব্যবসা-থেকে-ব্যবসা সম্পর্ক, বিনিয়োগ এবং যুক্তরাজ্যে কর্মসংস্থান ও সমৃদ্ধি আনার ব্যাপার।”সদ্য স্বাক্ষরিত ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তির সম্ভাবনা তুলে ধরতেই স্টারমার বর্তমানে ভারত সফর করছেন। তবে সফরের আগে থেকেই তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভারত থেকে কর্মী বা শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতিতে কোনো ছাড় দেওয়া হবে না—বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এই সফরে তার সঙ্গে রয়েছেন ১০০ জনেরও বেশি উদ্যোক্তা, সংস্কৃতি অঙ্গনের নেতা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরের মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাজ্যে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করা এবং উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা।স্টারমার এই সফরকে ভারত-ব্রিটেন বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের জন্য...