০৮ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম আমতলী উপজেলা ওলামালীগের সভাপতি ও উত্তর কালামপুর (কালিবাড়ী) নূরানী বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আলাউদ্দিন সিকদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভুয়া নিয়োগ বাণিজ্যের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শাখারিয়া গ্রামের বাসিন্দা মাওলানা আলাউদ্দিন সিকদার ১৯৯২ সালে নূরানী বালিকা দাখিল মাদ্রাসায় সুপার পদে যোগ দেন। এরপর থেকেই মাদ্রাসায় উপবৃত্তির টাকা আত্মসাৎ, ভুয়া নিয়োগ বাণিজ্য, কমিটি গঠনে জালিয়াতি ও প্রতিষ্ঠাতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ নানা অভিযোগ ওঠে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি আমতলী উপজেলা ওলামালীগের সভাপতির পদে আসীন হন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভোকেশনাল শাখা না...