এই ব্রিজ দিয়েই চরাঞ্চলের মানুষ প্রতিদিন শহরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস-আদালত ও বাজারে যাতায়াত করে। এছাড়া সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর একমাত্র যোগাযোগ পথ এটি। প্রতিদিন এখান দিয়ে শতাধিক ট্রাক, অটোভ্যান, অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহন চলাচল করে কৃষিপণ্য, তাঁত শিল্পের কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেওয়া হয়। স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম অভিযোগ করে বলেন, পশ্চিমাঞ্চলের প্রভাবশালীদের কারণে নদীতে অবৈধ ড্রেজিং করা হয়। এর ফলেই প্রতিবছর সংযোগ সড়ক ধসে যায়। এখন আবারও নৌকায় পারাপার করতে হচ্ছে। অটোরিকশা চালক আব্দুল হাই বলেন, আজ ভোরে যাত্রী নিয়ে এসে দেখি রাস্তা ভেঙে গেছে। বিকল্প পথ না থাকলে আমাদের গাড়ি চালানো বন্ধ হয়ে যাবে। কাতুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান বলেন, নদীর পানির চাপ বেড়ে সংযোগ সড়ক ও পাশের...