মাগুরার রত্নগর্ভা মা ওয়াজেদা আহমেদের পঞ্চম সন্তান, সিদ্দিক আহমেদ সিদ্দিকী। যিনি অধিক পরিচিত বেবী সিদ্দিকী নামে। মাগুরার মানুষের প্রিয় এক অহংকার। শুধুমাত্র নিজের ব্যক্তিত্ব বলয়ে সুর্যের মতো উজ্জ্বল, নিঃস্বার্থ পরোপকারী, সদালাপী আর নিরহংকার এই মানুষটা, মাগুরা সহ সারাদেশের অনেক মানুষ তাঁকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করে। আজ তাঁর চলে যাওয়ার দিন। ২০০৩ সালের ৮ অক্টোবর তিনি ইন্তেকাল করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। একটা সময় ছিলেন সরকারী চাকরীতে, পরে ব্যবসা করেছেন মাগুরায়। শ্রমিক নেতা হিসেবে খ্যাত ছিলেন। প্রয়াত রাজনীতিক মেজর জেনারেল (অব) এম মজিদ উল হক, তাঁর বড় ভাই, যিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা, একাধিক ছিলেন মন্ত্রী। প্রয়াত এমপি, উনসত্তরের গণঅভুত্থানের নেত্রী শামসুন্নাহার আহমেদ, তার একমাত্র বোন এবং তাঁর ছোট ভাই প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাসরুর উল হক সিদ্দিকী কমল, বীর উত্তম। তার...