০৮ অক্টোবর ২০২৫, ০১:৫১ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পিএম বিশ্বজুড়ে জ্বালানি ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। এবারই প্রথমবারের মতো নবায়নযোগ্য উৎস — অর্থাৎ সূর্যালোক, বাতাস, পানিপ্রবাহসহ প্রাকৃতিক শক্তি থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ কয়লাভিত্তিক বিদ্যুতের চেয়ে বেশি হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা সংস্থা অ্যাম্বার। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই ছয় মাসেই নবায়নযোগ্য শক্তি উৎসগুলো থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৭২ টেরাওয়াট— যা কয়লা পুড়িয়ে উৎপাদিত ৪ হাজার ৮৯৬ টেরাওয়াট বিদ্যুতের চেয়ে বেশি। বিশ্বে এই প্রথমবার এমন একটি সময় এসেছে যখন পরিচ্ছন্ন শক্তি কয়লার মতো দূষণকারী জ্বালানিকে পেছনে ফেলেছে। এর পেছনের মূল কারণ হলো পরিবেশ রক্ষার তাগিদে এবং কার্বন নিঃসরণ কমাতে দেশগুলোর...