হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে কানাডা থেকে চলে এসেছেন সামিত সোম। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ঢাকায় পৌঁছান তিনি। কানাডার লিগে খেলা তারকার আগে বাংলাদেশে এসেছেন ইংল্যান্ডের লিগে খেলা লেস্টার সিটি তারকা হামজা দেওয়ান চৌধুরী, ইতালির ক্লাবে খেলা ফাহমিদুল ইসলাম। সামিত বাংলাদেশে এসে ভিডিও বার্তা দিয়েছেন, ‘হ্যালো, সকলকে। দীর্ঘ যাত্রা শেষে আমি বাংলাদেশে চলে এসেছি। দলের সবাইকে ও কোচিং স্টাফদের দেখতে মুখিয়ে আছি। সবার সঙ্গে অনুশীলনের জন্যও অপেক্ষায় আছি। আশা রাখছি ম্যাচটিতে আমরা ভালো করব।’ সামিতের ঢাকায় আসা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফেসবুক পোস্টে লিখেছে, ‘ঢাকায় আপনাকে স্বাগতম সামিত সোম। সামিত ঢাকায় মাটিতে পা রেখেছেন, পরবর্তী ম্যাচের চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত তিনি।’ ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৯ অক্টোবর...