সাভারে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে সাভারের বক্তারপুর এলাকার তিন রাস্তার মোড় থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ১. মো. মনির খাঁ (৩৮), পিতা-মৃত হবি খাঁ, মাতা-মৃত মমতাজ বেগম, সাং-লক্ষীপুর, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, বক্তারপুর তিন রাস্তার মোড়, ১নং ওয়ার্ড, (ওমরের বাড়ির ভাড়াটিয়া)।২. শ্যামলী খাতুন (৩২), স্বামী-মনির খাঁ, পিতা-মৃত ফজর আলী, মাতা-পারভীন বেগম, বক্তারপুর (তিন রাস্তার মোড়) ১ নং ওয়ার্ড, (ওমরের বাড়ির ভাড়াটিয়া)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি)...