ফেনী:ফেনী জেলার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৪ লাখ ২৫ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভায় এ কথা জানানো হয়।এতে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। সভায় জানানো হয়, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এক ডোজ টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকার মাধ্যমে টাইফয়েডের ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা যাবে। ওরিয়েন্টেশন সভায় টাইফয়েড টিকা সংক্রান্ত উপস্থাপনা, প্রশ্নোত্তর পর্ব, www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ভিডিও...