সেন্টমার্টিনে সরকারি চাকরি ও প্রভাবশালী পরিচয়ের আড়ালে এক রোহিঙ্গা নাগরিক আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছেন সরকারি কর্মীর বেশে। কিন্তু নথিপত্র ও স্থানীয় সূত্রে বেরিয়ে এসেছে তার আসল পরিচয়—তিনি মিয়ানমারের নাগরিক। দালাল চক্রের সহায়তায় জাল কাগজপত্রে তৈরি করেছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পেয়েছেন সরকারি চাকরিও। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, আব্দুল আজিজ বর্তমানে সেন্টমার্টিন বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মী হিসেবে কাজ করছেন। একই সঙ্গে তিনি জেলা পরিবেশ অধিদফতরের অধীনে মেরিন পার্কে চুক্তিভিত্তিক আউটসোর্সিং কর্মী। নথিপত্র ঘেঁটে জানা যায়, আজিজ মূলত মিয়ানমারের নাগরিক মো. আব্দুলের ছেলে। ১৯৯২ সালে তার বাবা-মা বাংলাদেশে পালিয়ে এসে সেন্টমার্টিনে আশ্রয় নেন। ২০০০ সালে পিতার মৃত্যুর পর স্থানীয় বাসিন্দা আলী আহমদ আজিজের মাকে বিয়ে করেন। ২০১৭ সালে আজিজ আলী আহমদকে বাবা ও নুর নাহারকে মা...