ঢাকা:সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরে (বর্তমান প্রধান উপদেষ্টা দপ্তর) ‘অফিস সহায়ক’ পদে চাকরি দেওয়ার আশ্বাসে প্রতারণার অভিযোগে হওয়া মামলায় এসএসএফ (বিশেষ নিরাপত্তা বাহিনী) এর অফিস স্টাফ মো. ইমরানকে (৩০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৭ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এ আদেশ দেন। বুধবার (০৮ অক্টোবর) বাদী পক্ষের আইনজীবী দুলাল মিত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৭ আগস্ট আসামি বাদীর সঙ্গে আপসের শর্তে ধার্য তারিখ মঙ্গলবার পর্যন্ত জামিন পান। মঙ্গলবার সেই ধার্য তারিখ ছিল। তবে বাদীর সঙ্গে আসামির আপস না হওয়ায় আদালত ওইদিন তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি আরও বলেন, বর্তমানে আসামি প্রধান উপদেষ্টা দপ্তরে এসএসএফ (বিশেষ নিরাপত্তা বাহিনী) এর চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত রয়েছে। তবে প্রতারণা করার সময় আসামি নিজেকে...