দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন। বাসের চাপায় গুরুতর আহত হলে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। কাটাখালী হাইওয়ে থানার র্যাকার খবর দেওয়া হয়েছে। ল্যাকার এলে খাদ থেকে বাস সরিয়ে থানায় নেওয়া হবে।তিনি আরও বলেন, যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। ঘটনার পরই বাসচালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। কাটাখালী হাইওয়ে থানার র্যাকার খবর দেওয়া হয়েছে।...