টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সিনেমায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। তিনি তার ব্যক্তিগত জীবনও সমানতালে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার অভিনয়, সংসার, মাতৃত্ব— সব দায়িত্বেই তিনি নীরবে পালন করে যাচ্ছেন। এর মধ্যেই গত সোমবার স্বামী সঞ্জয় চক্রবর্তীর জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানান অভিনেত্রী। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেন ঋতুপর্ণা। কিন্তু আপনি কি জানেন, কীভাবে শুরু হয়েছিল ঋতুপর্ণার বৈবাহিক জীবন? সেই শৈশব থেকে পরিচিত ঋতুপর্ণা সেনগুপ্ত ও সঞ্জয়। ছোটবেলায় একে-অপরকে চিনতেন তারা। সেই থেকে প্রেম-ভালোবাসা আর বন্ধুত্ব। আবার সেই থেকে পরিণয়। অতঃপর ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর বিয়ে করেন তারা। দেখতে দেখতে দুজনের বৈবাহিক জীবনের বয়স ২৬ বছর। একটা সময় ঋতুপর্ণা নিজেই জানিয়ে দেন তার জীবনের প্রেমকাহিনি। সম্প্রতি একটি গণমাধ্যমে অভিনেত্রী বলেন, তখন আমি সপ্তম শ্রেণিতে পড়ি।...