সূত্রে জানা যায়, স্বাস্থ্যসেবা বিভাগের একজন উপসচিবের সঙ্গে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের ‘স্বাস্থ্য ব্যবস্থাপনা-১’ শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব মো. শাহাদত হোসেন কবির অভিযোগ করেন, তার পক্ষ থেকে একাধিকবার ফোন ও মেসেজ পাঠানো হলেও উভয় চিকিৎসক কোনো উত্তর দেননি। বরং দম্ভোক্তি ভাব দেখানো হয়। পরবর্তীতে ডা. কিশলয় সাহা নিজে উপসচিবকে ফোন করলে কথোপকথনের সময় একপর্যায়ে তিনি অশোভন ভাষা ব্যবহার করেন। একইসঙ্গে পাঠানো হয় উদ্ধত ও রূঢ় ভাষার মেসেজ। এ ঘটনায় গত (২ অক্টোবর) এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে কারণ দর্শানোর নোটিশ জারি করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব মো. সাইদুর রহমান। ঘটনার এক সপ্তাহের মধ্যেই সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের সই করা এক আদেশে তাদের বদলি...