ইসরায়েলি সেনারা গাজার উদ্দেশ্যে যাত্রারত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-এর নৌবহরে হামলা চালিয়ে বেশ কয়েকটি জাহাজ আটক করেছে বলে জানিয়েছে সংস্থাটি। এফএফসি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে ‘দ্য কনশেনস’ নামের জাহাজে আক্রমণ করে, যেখানে ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মী ছিলেন। এরপর আরও তিনটি ছোট নৌকা আটক করা হয়। আটক যাত্রীদের বর্তমানে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি। খবর আল জাজিরার। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। তারা লিখেছে, “আইনসিদ্ধ নৌ অবরোধ ভাঙার আরও একটি চেষ্টা ব্যর্থতায় শেষ হয়েছে। নৌযানগুলো ও যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে। সবাই সুস্থ আছেন এবং দ্রুত তাদের নিজ নিজ দেশে পাঠানো হবে।” মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মালয়েশিয়ান কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে...