বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে বহনকারী ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখী নৌযান কনশানসসহ ফ্লোটিলার সব নৌযান বুধবার (৮ অক্টোবর) আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। আন্তর্জাতিক জলসীমা থেকেই এগুলো আটক করা হয়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, আটককৃত সব যাত্রী সুস্থ ও নিরাপদে আছেন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানিয়েছে, বুধবার ইসরায়েলি সেনাবাহিনী তিনটি ছোট জাহাজে আক্রমণ করে। এর আগে তারা ‘দ্য কনশানস’ নামে একটি জাহাজে হামলা চালায়। ওই জাহাজে সাংবাদিক, ডাক্তার ও অন্যান্য কর্মীসহ মোট ৯৩ জন যাত্রী ছিলেন। এই জাহাজে আছে বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। এফএফসি-র বরাতে জানা গেছে, জাহাজের সব যাত্রীকে আটকের পর অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলিরা জানিয়েছে, গাজার ওপর আরোপিত সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টাকারী একটি নতুন নৌবহরকে তারা আটক করেছে। জাহাজ ও যাত্রীদের একটি ইসরাইলি বন্দরে...