ভারতের মধ্যপ্রদেশে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর দেখা গেছে নজিরবিহীন প্রতিযোগিতা। প্রতি পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ১৩ হাজার প্রার্থী। মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন বোর্ডের তথ্য অনুযায়ী, কনস্টেবল পদে মোট ৭ হাজার ৫০০ শূন্যপদে আবেদন পড়েছে প্রায় ৯ লাখ ৭৬ হাজার। এতে প্রতিটি পদের জন্য গড়ে ১৩ হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যোগ্যতা হিসেবে ন্যূনতম দশম শ্রেণি পাস থাকলেও আবেদনকারীদের মধ্যে রয়েছেন পিএইচডিধারী, প্রকৌশলী, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। জানা গেছে, প্রায় ৪০ জনের বেশি পিএইচডিধারী এবং ১২ হাজারের বেশি প্রকৌশলী আবেদন করেছেন এই পদে। আবেদন প্রক্রিয়া শুরু হয় ১৫ সেপ্টেম্বর এবং শেষ হওয়ার কথা ছিল ২৯ সেপ্টেম্বর। তবে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় সময়সীমা বাড়িয়ে ৬ অক্টোবর পর্যন্ত করা হয়।আরও পড়ুনআরও পড়ুনভারতে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাংকারে ধাক্কা ট্রাকের, ভয়াবহ বিস্ফোরণ...