ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ’ সংরক্ষণে কোস্ট গার্ডসহ প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে। সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলা উপকূলজুড়ে দিন-রাত টহল, অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।বাংলাদেশ কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন–১৯৫০ অনুযায়ী গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।এ সময় কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় ২৪ ঘণ্টা টহল, গোয়েন্দা নজরদারি এবং সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।কোস্ট গার্ড জানিয়েছে, সাম্প্রতিক সময়ে অবৈধ ট্রলিং বোটের ব্যবহার কমে এসেছে, ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়েছে। ধারাবাহিক অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে ভবিষ্যতে মাছের প্রাচুর্য আরও বাড়বে বলে আশা করছে সংস্থাটি।অন্যদিকে, নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার...