ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অমানবিক আগ্রাসনের দুই বছর পার হয়ে গেল। এখনও অবরুদ্ধ ভূখণ্ডটিতে বন্ধ হয়নি দখলদারদের নৃশংস হত্যাকাণ্ড।বৈশ্বিক চাপের মুখে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ইতোমধ্যে ২০ দফা পরিকল্পনা সামনে এনেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে বলে আশাও প্রকাশ করেছেন তিনি।এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে মিশরে আলোচনায় বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতিনিধি দল।অথচ, যুদ্ধবিরতির আলোচনা চলমান থাকা অবস্থায়ই ভয়ংকর হুমকি দিয়ে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সব উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত গাজায় নিজেদের আগ্রাসন চালিয়ে যাওয়ার ঘোষণা এসেছে তার পক্ষ থেকে।গাজায় ইসরায়েলি আগ্রাসনের দুই বছর পূর্ণ হয় মঙ্গলবার (৭ অক্টোবর)। এদিন এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েল যুদ্ধের সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এর মধ্যে রয়েছে...