সফরে এর আগে টি-টোয়েন্টি সিরিজে আফগানদের প্রথমবারের মত ৩-০'তে হোয়াইটওয়াশ করে জাকের আলির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। মেহেদী মিরাজ ছাড়াও টি-টোয়েন্টি সিরিজে খেলা দলটির সাথে যুক্ত হয়েছেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ নাইম শেখ, ফাস্ট বোলার নাহিদ রানা, হাসান মাহমুদ ও স্পিনার তানভীর ইসলাম। এশিয়া কাপ ও আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলায় সাইফ হাসানকে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে। এছাড়া বোলিং শক্তি বাড়াতে মোস্তাফিজ, তাসকিন ও রিশাদও আছেন স্কোয়াডে। ইনজুরির কারণে লিটন দাস এই সিরিজও মিস করছেন। দলে আরও আছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী, তওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, ও তানজিম হাসান সাকিব। হাসমতউল্লাহ শাহীদির অধিনায়কত্বে আফগান...