সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয় দেখভালের দায়িত্বপ্রাপ্ত একমাত্র প্রকল্প বিজিডি ই-গভ সার্ট। অথচ সাইবার সুরক্ষাকে গুরুত্ব দেওয়ার এ সময়ে পরামর্শকনির্ভর প্রকল্পটিতে তিন মাস ধরে বেতন হচ্ছে না। অর্থছাড় না হওয়ায় সাইবার নিরাপত্তাঝুঁকি নজরদারিতে ব্যবহৃত সফটওয়্যার ও টুলসের লাইসেন্সও নবায়ন করা যায়নি। ফলে ব্যাহত হচ্ছে প্রকল্পের কাজ। তিন মাস ধরে বেতন না হওয়ায় সৃষ্ট অনিশ্চয়তা আর স্বাভাবিক কাজ ব্যাহত হওয়ায় পরামর্শকদের মধ্যে ক্ষোভ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পের সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। প্রকল্প পরিচালক অবশ্য আশা করেছেন, শিগগিরই অর্থছাড় হবে। ২০১৫ সালে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) লেভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্পের একটি অংশ হিসেবে বিজিডি ই-গভ সার্টের যাত্রা শুরু। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর থেকে এটি...