বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং দম্পতির সময়টা যেন খুব একটা ভালো যাচ্ছে না। একাধারে একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন দীপিকা। অন্যদিকে রণবীরেরও গত দুই বছরে হাতে তেমন কোনো কাজ নেই। যদিও বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে তাদের ঘর আলো করে এসেছে কন্যা দুয়া। মেয়ের বয়স সবে এক বছর হয়েছে। এমন কঠিন বাস্তব জীবনে একেবারে নতুন রূপে ধরা দিলেন এ তারকা দম্পতি। হিজাব পরেছেন দীপিকা পাড়ুকোন, আর শেখদের মতো ঐতিহ্যবাহী পোশাক ও লম্বা দাড়িতে রণবীর সিং। যেন এক অপরূপ সাজে এ দম্পতি। সামাজিকমাধ্যমে এ তারকা দম্পতির এমন ছবি প্রকাশ্যে আসায় মুগ্ধ নেটিজেনরা। অভিনেত্রীর এমন রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্তরা। কেউ কেউ কমেন্ট বক্সে লিখেছেন, ‘মাশাআল্লাহ, অপূর্ব লাগছে।’ আবার কারও কারও মতে,...