০৮ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে নরসুন্দা নদীর চরে অবস্থিত ঐতিহাসিক ‘পাগলা মসজিদ’। মসজিদটিতে মনের মকসুদ পূরণে শত বছর ধরে মানুষ মানতের নগদ অর্থ, স্বর্ণ ও রৌপ্যালংকার দিয়ে আসছে। পাশাপাশি গরু-মহিষ, ছাগল, মুরগি ইত্যাদি গবাদি পশু-পাখি দিয়ে যাওয়ার ঐতিহ্যও শত বছরের। ‘পাগলা মসজিদ’-এ মানত কিংবা দান-খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকে প্রতিদিনই বিভিন্ন বয়সী হিন্দু-মুসলিমসহ নানা ধর্ম-বর্ণের নারী-পুরুষ মানত নিয়ে আসেন এই মসজিদে। জনশ্রুতি আছে, এক সময় মসনদে আলা বীর ঈসা খাঁর বংশধর হয়বতনগর জমিদার বাড়ির জিলকদর খান নামে এক সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইলের মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতি স্থানে। মুসলিম-হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকের যাতায়াত ছিল ওই সাধকের...