অন্তর্বর্তী সরকারের আমলে নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সম্প্রচারের লাইসেন্স দেওয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে লাইসেন্সপ্রাপ্ত এই দুটি টিভিকে ঘিরে ‘স্বজনপ্রীতি ও অস্বচ্ছতা’ নিয়ে সরব হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে নুর বলেন,“শুনেছি এনসিপির দুই নেতার নামে দুটি গণমাধ্যমের অনুমোদন দেওয়া হয়েছে। যাদের নামে অনুমোদন দেওয়া হয়েছে, তাদের আমি চিনি। নিজেদের সংসারই ঠিকভাবে চালাতে হিমশিম খাচ্ছেন তারা, সেখানে টেলিভিশন পরিচালনা করবেন কীভাবে?” তিনি আরও বলেন,“আমি একটি দলের প্রধান, কিন্তু ৫ আগস্টের পর থেকে আমি যেখানে ছিলাম, এখনো সেখানেই আছি। যাদের কথা বলা হচ্ছে, তারা একসময় আমার সহকর্মী ছিলেন। কেউ ছোট একটি পত্রিকায় কাজ করেন, কারও খুব বেশি আয়ও নেই। মূলধারার গণমাধ্যমেও তারা কেউ কাজ...