একসময়ের প্রবল পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট এখন ভঙ্গুর অবস্থায় আছে। ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ব্যস্ত। জাতীয় দলের প্রতি আগ্রহ নেই। ক্যারিবিয়ান মহাতারকা ব্রায়ান লারা এবার সরাসরি প্রশ্ন তুললেন বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের মানসিকতা নিয়ে। ভারতের বিপক্ষে টেস্ট হারের পর দলীয় কাঠামো, অর্থসংকট ও খেলার মান নিয়ে লারা বলেন- ‘খেলোয়াড়দের হৃদয়ে কি এখনও ওয়েস্ট ইন্ডিজ আছে?’ মুম্বাইয়ে একটি ক্রিকেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে লারা বলেন, ‘আমি জানি, আমাদের দেশে অর্থের অভাব আছে, অবকাঠামো দুর্বল। কিন্তু প্রশ্ন হচ্ছে— খেলোয়াড়রা কি সত্যিই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চায়? আমরা ৩০-৪০ বছর আগেও ভালো অবকাঠামো পাইনি, তবুও ভিভ রিচার্ডসদের মতো কিংবদন্তিরা দেশের জন্য লড়েছেন। তাদের মধ্যে ছিল ভিন্নরকম এক আবেগ।’ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সোনালী অতীতের স্মৃতিচারণ করে ‘প্রিন্স অব ত্রিনিদাদ’ খ্যাত এই সুপারস্টার আরও বলেন, ‘তখনকার দিনে প্রতিটি...