টানা বৃষ্টির কারণে নীলফামারীতে সব ধরনের সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। জেলার ছয় উপজেলায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি কাঁচামরিচ ১৪০-১৬০ টাকা বেড়ে বর্তমানে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। শুকনা মরিচের দামও আকাশছোঁয়া। এ ছাড়াও, উসতা, মুলা, কচুর লতি, চিচিঙ্গা, গোল বেগুন, করলা, লম্বা বেগুন, পটল, ধনে পাতা, ঢ্যাঁড়স, বরবটিসহ সব ধরনের সবজির দাম আকাশচুম্বী। বুধবার (৮ অক্টোবর) জেলা শহরের গাছবাড়ী, নিউমার্কেট, মাথার মোড়, উকিলের মোড়, জেলা শহরের কিচেন মার্কেট, কালিতলা বাজার, আনন্দ বাবুর পুল ও টুপির মোড় কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজি ও কাঁচা মরিচ এখন ভোক্তাদের নাগালের বাইরে। করলার কেজি ৬০ থেকে ৮০, গোল বেগুন ৮০ থেকে ১০০, ঢ্যাঁড়স ৮০ থেকে ১০০, পটল ৮০ থেকে ৯০, কাঁকরোল ৬০, ঝিঙা ৬০ থেকে ৭০, গাজর ১২০...