আজ ৮ অক্টোবর, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি সাধক ও ‘সুরসম্রাট’ ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র ১৬৩তম জন্মবার্ষিকী। ১৮৬২ সালের এই দিনে তৎকালীন ত্রিপুরা প্রদেশের (বর্তমান বাংলাদেশের) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে এক সংগীতপ্রেমী পরিবারে তার জন্ম হয়। শৈশবে ‘আলম’ নামে পরিচিত আলাউদ্দিন খাঁ সুরের প্রতি ছিলেন গভীরভাবে অনুরাগী। বাবা সদর হোসেন খাঁ, যিনি নিজেও ছিলেন বিখ্যাত সংগীতজ্ঞ, তার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সংগীতে অনুপ্রাণিত হন। বাল্যকালে অগ্রজ ফকির আফতাবউদ্দিন খাঁ-র কাছে তার সংগীতে হাতেখড়ি হয়। তবে তার প্রধান সংগীতগুরু ছিলেন আগরতলার রাজদরবারের সভা সংগীতজ্ঞ ও তানসেন বংশীয় রবাবী ওস্তাদ কাশিম আলী খাঁ। মাত্র দশ বছর বয়সে বাড়ি ছেড়ে পালিয়ে যাত্রাদলে যোগ দেওয়ার সময় তিনি গ্রাম-বাংলার জারি, সারি, বাউল, ভাটিয়ালি, কীর্তনসহ বিভিন্ন লোকগানের সঙ্গে পরিচিত হন। পরে কলকাতায় গিয়ে প্রখ্যাত সঙ্গীতসাধক গোপালকৃষ্ণ...