দেশের কোথাও কন্যাশিশুদের প্রতি সহিংসতা হলে ২৪ ঘণ্টার মধ্যে যেন তাদের কাছে পৌঁছানো যায় সেই ব্যবস্থা করছে সরকার। আজ বুধবার সকালে রাজধানীর শিশু একাডেমিতে কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা বলেন, ‘কন্যাশিশুদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন বন্ধে কাজ করছে সরকার। কোথাও কন্যাশিশুদের প্রতি সহিংসতা হলে ২৪ ঘণ্টার মধ্যে যেন তাদের কাছে পৌঁছানো যায় সেই ব্যবস্থা করছে আমাদের মন্ত্রণালয়।’ জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘নারীর প্রতি অবহেলা ও নির্যাতন সংস্কৃতি হয়ে গেছে, সেটি পরিবর্তন করতে হবে। তাই শিশু সপ্তাহে একটি...