আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন। হোটেল থেকে যাত্রা শুরু করার পর আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় দীর্ঘ যানজটে আটকা পড়েন উপদেষ্টা। এ দিন সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার অংশে যানজট দেখা দিয়েছে। হাইওয়ে পুলিশের দাবি, এক পাশে মালামাল রাখা ও সড়কের খানাখন্দের কারণে এই যানজট তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেন উন্নীত করার কাজ চলছে। তবে প্রকল্পের কাজ ধীরগতিতে হওয়ায় আশুগঞ্জ গোলচত্তর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ফলে যানবাহন চলাচলে সময় লাগে ৪-৬ ঘণ্টা। এ প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে আসা উপদেষ্টা ফাওজুল কবির খানের যাত্রার আগে গত রোববার থেকে সড়কের...