ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক ও পরমাণু নিরাপত্তা বিশেষজ্ঞ পল কাপুরকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সেক্রেটারি অফ স্টেট হিসেবে নির্বাচিত করেছে মার্কিন সিনেট। তিনি ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হবেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৭ অক্টোবর) মার্কিন সিনেটে সাউথ এশিয়াবিষয়ক সেক্রেটারি অফ স্টেট হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হন পল কাপুর। ইউনাইটেড স্টেটস সিনেটের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়। পল কাপুর যুক্তরাষ্ট্রের নৌ স্নাতকোত্তর বিদ্যালয়ের অধ্যাপক এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনের ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন। তার গবেষণার মূল ক্ষেত্র হলো পরমাণু প্রতিরোধ, ইসলামপন্থী উগ্রবাদ, দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা কাঠামো। এর আগে নিয়োগ অনুমোদনের পর সিনেটে বক্তব্যে পল কাপুর বলেন, আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমার জীবনের এক পূর্ণচক্রের অনুভূতি হচ্ছে। আমি জন্মেছি নয়াদিল্লিতে, একজন ভারতীয় পিতা ও একজন মার্কিন মায়ের...