বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। মামলায় শেখ হাসিনা ছাড়াও তার নিরাপত্তা বিষয়ে উপদেষ্টা তারেক সিদ্দিকীকে আসামি করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম থেকে অভিযোগটি জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী মানোয়ার হোসেন (এম এইচ) তামিম। প্রসিকিউটর গাজী মনােয়ার হোসেন তামিম বলেন, আজ (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ এ গুমের অভিযোগে ২ টি ফরমাল চার্জ দাখিল হয়েছে। আরও পড়ুননির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামালশেখ হাসিনার মামলাসহ ৬টির রায় হতে পারে চলতি বছরেই একটিতে গুমের (টিএফআই) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে।...