শারজায় আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের পর বাংলাদেশকে এবার নজর ফেরাতে হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। আজ আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচ দেখাবে টি স্পোর্টস। টি–টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে। এশিয়া কাপেও সুপার ফোরে পৌঁছে গিয়েছিল। ফাইনালের কাছে গিয়েও সামান্য ব্যবধানে থেমে যায় জাকের আলীদের অগ্রযাত্রা। যদিও ওয়ানডেতে চিত্রটা একেবারেই উল্টো। গত বছরের নভেম্বর থেকে টানা তিনটি ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল এই আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। সর্বশেষ ওয়ানডে সিরিজে জয় এসেছিল ২০২৪ সালের মার্চে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে। এই ধারাবাহিক ব্যর্থতার প্রভাব পড়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও। বর্তমানে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। যে স্থানটি আবার ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি...