আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তান ম্যাচ এড়ানোর পরামর্শ সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সম্প্রতি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল অ্যাথারটন আইসিসিকে এমন সূচি তৈরি করা বন্ধ করতে বলেছিলেন, যা প্রতিটি বড় টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ নিশ্চিত করে। একটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই-এর এক কর্মকর্তা ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পরামর্শ দেওয়াকে ‘সহজ’ বলে অভিহিত করেছেন। তবে তিনি যুক্তি দিয়েছেন যে, সম্প্রচারকারী সংস্থাগুলো এমন কোনো সূচিতে রাজি হবে না যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের মহারণ থাকবে না। বিসিসিআই-এর ওই কর্মকর্তা বলেন, ‘এসব নিয়ে কথা বলা সহজ, কিন্তু স্পন্সর এবং সম্প্রচারকারীরা কি এতে রাজি হবে? আজকের পরিস্থিতিতে শুধু ভারত নয়, যেকোনো বড় দল যদি কোনো টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়, তাহলে স্পন্সর আকর্ষণ করাই কঠিন হয়ে পড়বে।...