আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ইতালি ও ইসরায়েলের মধ্যকার ম্যাচটি বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের মুখে পড়েছে। গাজা যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনি বিক্ষোভকারীর সংখ্যা ম্যাচের টিকিটধারী দর্শকদের চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই গত সপ্তাহে ইতালির ফ্লোরেন্সের ট্রেনিং সেন্টারের গেটে বিক্ষোভকারীরা জড়ো হয়ে গাজায় যুদ্ধের কারণে ম্যাচটি বাতিলের দাবি জানিয়েছেন। এটি ছিল একটি জাতীয় ধর্মঘটের অংশ, যেখানে লক্ষ লক্ষ কর্মী রাস্তায় নেমেছিলেন। মঙ্গলবার ইতালির কোচ জেনারো গাত্তুসো নিজেও স্বীকার করেছেন যে পরিস্থিতি সহজ হবে না। তিনি বলেন, ‘পরিবেশটা শান্ত থাকবে না। স্টেডিয়ামের বাইরে প্রায় ১০ হাজার মানুষ থাকবে আর ভেতরে থাকবে ৫-৬ হাজার। ’ সোমবার পর্যন্ত উদিনেসের স্টাডিও ফ্রুলিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য মাত্র ৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। গাজা যুদ্ধের কারণে উয়েফা ইসরায়েলকে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা ভাবছিল এবং উদিনেসের...