রাস্তায় নামার চূড়ান্ত নির্দেশের আগেই মঙ্গলবার (৭ অক্টোবর) শিকাগো শহরের আশেপাশের ঘাঁটিতে জড়ো হন ন্যাশনাল গার্ডের শত শত সেনা। এতে নতুন করে ধরপাকড়ের আতঙ্কে ভুগছেন শিকাগোর অভিবাসীরা। ফেডারেল আইনে বেসামরিক আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন নিষিদ্ধ হলেও, ‘ইনসারেকশন অ্যাক্ট’ বা অভ্যুত্থান দমন আইনে এই নিয়মে ব্যতিক্রম রয়েছে। এর মাধ্যমে সেনারা সরাসরি আইন প্রয়োগ ও গ্রেফতারে অংশ নিতে পারে। গভর্নরের অধীনে থাকা ন্যাশনাল গার্ড সদস্যদের মূলত প্রাকৃতিক দুর্যোগের সময় মোতায়েন করা হয়। এক ফেডারেল বিচারক ইতোমধ্যে ওরেগনের পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনের তৎপরতায় ১৯ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন।...