চট্টগ্রামের রাউজান উপজেলার মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় গতকাল মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারীদের মধ্যে সংঘর্ষে মো. আব্দুল হাকিম গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। স্থানীয়দের মতে, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর বিএনপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, এই সহিংস ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি বড় নজির। এই রক্তাক্ত ঘটনার কারণে জনমনে উদ্বেগ ও ভীতির সঞ্চার হয়েছে। মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। চারিদিকে অনিশ্চয়তা, অস্থিরতা ও হতাশা বিরাজ করছে, যা বর্তমান সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে না। জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিস্ক্রিয়তার কারণে দুস্কৃতিকারীরা অপকর্মে মেতে উঠেছে। সমাজে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন নিষ্ক্রিয়, তাই দেশে এখনো কোনো অবৈধ...