মিশরে গাজার জন্য যুদ্ধবিরতি নিয়ে চলমান পরোক্ষ আলোচনা মঙ্গলবার (০৭ অক্টোবর) দ্বিতীয় দিনেও শেষ হয়েছে। এই আলোচনায় হামাসের শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, তারা চায় ইসরায়েল গাজায় যুদ্ধ থামাবে এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সেনা পুরোপুরি প্রত্যাহার করবে। এই দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে করা হয়েছে। অন্যদিকে, গাজার সংঘাতের দুই বছরের বার্ষিকীতে হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প উল্লেখ করেছেন, গাজা চুক্তির ‘বাস্তব সম্ভাবনা’ রয়েছে। মঙ্গলবার মিশরের শারম আল-শেখ শহরে আলোচনার এই আসর অনুষ্ঠিত হয়েছে। এর আগেই হামাসসহ বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী একটি যৌথ বিবৃতিতে জানান, তারা ‘সব ধরনের প্রতিরোধ অব্যাহত রাখবে’ এবং ‘কেউ ফিলিস্তিনি জনগণের অস্ত্র ত্যাগের অধিকার রাখে না।’ বিশেষজ্ঞরা বলছেন, এটি ট্রাম্পের পরিকল্পনায় হামাসকে নিরস্ত্রীকরণের অনুরোধের জবাব হিসেবে দেখা হচ্ছে। হামাসের শীর্ষ কর্মকর্তা ফাওজি বারহুম...