ভারতের পার্বত্য রাজ্য হিমাচল প্রদেশে একটি প্রাইভেট বাসে ভূমিধসের আঘাতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনার পর থেকে একটি শিশু নিখোঁজ রয়েছেন বলে বুধবার স্থানীয় পুলিশ ও কর্মকর্তারা জানিয়েছেন। ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) সহকারী কমান্ডার করম সিং রয়টার্সের অংশীদার বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, এই ঘটনায় আরও দুইজন শিশু আহত হয়েছে। রাজ্যটির উপ-মুখ্যমন্ত্রী মুকেশ আগ্নিহোত্রি বুধবার এক্স এ এক পোস্টে বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনায় ১৫ জন প্রাণহারিয়েছেন। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন অবোধ শিশু। আরও ২ শিশু আহত হয়েছে ও অপর একজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।” এএনআইয়ের শেয়ার করা ভিডিও ক্লিপগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এক পার্বত্য সড়কে একটি দুমড়েমুচড়ে যাওয়া বাসের অবশেষ পড়ে আছে আর উদ্ধারকারীরা ধসে পড়া মাটি,...