সাগরে জেলেদের নৌকা, মাছ ও জালসহ মালামাল লুট করছে এক দস্যু সিন্ডিকেট। স্থানীয় সূত্র জানায়, এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার উসমান গণি টুলু ও নাসির উদ্দীন বাচ্চুসহ দুই ভাই, যাদের বিরুদ্ধে গত ১৫-১৬ বছর ধরে একাধিক দস্যুতা ও জলদস্যুতার অভিযোগ রয়েছে। এই 'ভাই ভাই সিন্ডিকেটে'র শেল্টারে মহেশখালীর জলদস্যুর সর্দার নাছির মাঝি, খাইরুল আমিন মাঝি, মো. ফারুক ও গণি মাঝিসহ ১৫-২০ জনের দস্যু গ্রুপ সাগরে ত্রাস চালাচ্ছে প্রতিনিয়ত। তাদের বিরুদ্ধে মহেশখালীসহ বিভিন্ন জায়গায় মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশও করেছিল এলাকাবাসী। এর মধ্যে জলদস্যু সর্দার মো. ফারুক মাঝি গত ৯ সেপ্টেম্বর সাগরে ফিশিং বোটে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়ে এখন কারাগারে আছেন। জলদস্যু সর্দার ফারুক মাঝিকে জেল থেকে ছাড়িয়ে আনতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিএনপি নেতা নাসির...