০৮ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সিলেট বিভাগে পরীক্ষাকেন্দ্র স্থাপনের দাবিতে জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বৃহত্তর সিলেট) বুধবার (৮ অক্টোবর) ভিসি ড. সালেহ হাসান নকীব বরাবর স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের শিক্ষার্থীদের রাজশাহী বা ঢাকায় ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৩০০–৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, এবং ঢাকা–সিলেট মহাসড়কে চলমান চার লেন প্রকল্পের কারণে দীর্ঘ যাত্রা ও যানজটের সমস্যা তৈরি হচ্ছে। এতে অনেক যোগ্য শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছেন না। সংগঠনের সভাপতি রুমেল আহমেদ বলেন, সিলেটে পরীক্ষাকেন্দ্র স্থাপন করলে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়বে এবং দুর্ভোগও কমবে। উপাচার্য ড. সালেহ হাসান নকীব জানান, বিষয়টি ভর্তি উপকমিটিকে পাঠানো হবে এবং গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।...