লগইন পেজে গিয়ে “Forgotten Password” অপশন বেছে নিন। যদি ইমেইল বা নম্বর মনে না থাকে, তাহলে নিজের পুরোনো নাম লিখে সার্চ দিন। ফেসবুক আপনার নামের সঙ্গে মিল থাকা কয়েকটি অ্যাকাউন্ট দেখাবে। নিজের প্রোফাইল ছবিটি চিনে নিয়ে “This is my account”-এ ক্লিক করুন। ফেসবুক আপনাকে OTP পাঠানোর অপশন দেবে হোয়াটসঅ্যাপ, এসএমএস বা ভিডিও ভেরিফিকেশন মাধ্যমে। যদি আগেই NID বা অন্য কোনো পরিচয়পত্র দিয়ে ভেরিফিকেশন করা থাকে, ভিডিও কল ভেরিফিকেশনও সম্ভব। প্রাপ্ত কোডটি ইনপুট দিয়ে “Continue” চাপুন। এরপর “Trust this device” সিলেক্ট করে সরাসরি আপনার ফেসবুক হোমপেজে প্রবেশ করতে পারবেন। একাধিকবার ভুল চেষ্টা করলে ফেসবুক সেটি স্প্যাম হিসেবে ধরতে পারে।...