নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে সম্প্রতি দুটি নতুন টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একটি বেসরকারি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "শুনেছি এনসিপির নেতাদের নামে দুটি গণমাধ্যমের অনুমোদন দেওয়া হয়েছে। আমি তাদের ভালোভাবেই চিনি—তারা নিজেদের পরিবার নিয়েই চলতে হিমশিম খান। কীভাবে তারা টেলিভিশনের মালিক হলেন, সেটাই এখন বড় প্রশ্ন।" তিনি আরও বলেন, "আমি নিজে একটি দলের প্রধান, কিন্তু ৫ আগস্টের পরে আমার অবস্থান যেখানে ছিল, এখনও সেখানেই আছি। যারা এসব চ্যানেল পেয়েছেন, তাদের কেউ আগে ছোট পত্রিকায় চাকরি করতেন, কেউই মূলধারার গণমাধ্যমে ছিলেন না। এ ঘটনা থেকে সরকারের পক্ষপাতিত্ব ও অস্বচ্ছতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।" নুরুল হক নুর বলেন, “ওয়ান-ইলেভেনের সময় দুর্নীতির বিরুদ্ধে যেভাবে শুরুতে অ্যাকশন নেওয়া...