রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ান বাহিনী ২০২৫ সালে ইউক্রেনের প্রায় ৫,০০০ বর্গকিলোমিটার (১,৯৩০ বর্গমাইল) ভূমি দখল করেছে। সেইসঙ্গে যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ কৌশলগত উদ্যোগ ধরে রেখেছে মস্কো। তিনি বলেন, ২০২৫ সালের রাশিয়ার সাফল্যের পরিমাণ হবে ইউক্রেনের প্রায় ১% ভূমি এবং দেশটির মোট প্রায় ২০% এলাকা নিয়ন্ত্রণ করা। মঙ্গলবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে পুতিন তার ৭৩তম জন্মদিনে শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে একটি ভাষণ দেন। সেখানে তিনি এসব কথা বলেন। ভাষণে পুতিন বলেন, ইউক্রেনীয় বাহিনী ফ্রন্টের সব সেক্টরে পিছু হটছে। কিয়েভ রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত করার চেষ্টা করছে, তবে সাড়ে ৩ বছরেরও বেশি পুরনো যুদ্ধে পরিস্থিতি পরিবর্তন করতে এটি তাদের সাহায্য করবে না। আরও পড়ুনআরও পড়ুনমিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার হামলা, নিহত ৪০ ক্রেমলিনের একটি প্রতিলিপি অনুসারে, ‘এই সময়ে রাশিয়ার সশস্ত্র...