বিশ্বকাপ বাছাইয়ে ইতালির পরের ম্যাচটি এস্তোনিয়ার বিপক্ষে। কিন্তু এখনই আলোচনার কেন্দ্রে পরের ম্যাচটি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ঘরের মাঠে খেলবে ইসরাইলের বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে ইতালিতে চলছে তোলপাড়। কোচ জেন্নারো গাত্তুসো বলছেন, ম্যাচের আগের চেনা ফুটবলীয় আবহের চেয়ে অস্বস্তি আর অস্বাভাবিকতাই বেশি। আগামী শনিবার এস্তোনিয়ার মাঠে খেলবে ইতালি। এরপর মঙ্গলবার তারা উত্তরাঞ্চলের শহর উদিনেতে আতিথ্য দেবে ইসরাইলকে। কিন্তু ম্যাচটি বাতিল করার দাবিতে কিছুদিন ধরেই নানা প্রতিবাদ চলছে উদিনেতে ও ইতালির অন্যান্য জায়গায়। গত সপ্তাহে ইতালির অনুশীলন মাঠের পাশে প্রতিবাদ হয়েছে। গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে সম্প্রতি গোটা ইতালিতে লাখ লাখ লোক রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। এমনকি উদিনে শহরের মেয়রও ম্যাচটি স্থগিত করতে বলেছেন। তবে ম্যাচটি শেষ পর্যন্ত হচ্ছে। তবে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। স্টেডিয়ামের ভেতরে-বাইরে তো বটেই, গোটা শহরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার...