কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত করাসহ সাত দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।আরো পড়ুন:চার বছর ধরে বন্ধ দৃষ্টিহীনদের শিক্ষালয়চাকসু: শিবিরের প্যানেলে দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ দাশ গাজীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সংস্থা ও জাতীয় বধির ঐক্য পরিষদের যৌথ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। দাবিগুলো হলো- আমাদের সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে একখণ্ড সরকারি ভূমি বরাদ্দ। ভবঘুরে ও দরিদ্র বধিরদের জন্য কর্মসংস্থান এবং আবাসন নির্মাণ। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা, সার্বিক সাহায্য সহযোগিতা নিশ্চিত এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান। ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী...