আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। কয়েক দিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন। এ আলাপচারিতায় সোশ্যাল মিডিয়ার ভিউ ব্যবসা ও সঞ্চালক-প্রযোজকদের দায়িত্ব নিয়ে কথা বলেনে এই অভিনেত্রী। এই সাক্ষাৎকারের কিছু ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ছড়িয়ে পড়েছে, ফলে তৈরি হয়েছে আলোচনা। পিয়া জান্নাতুল তার সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ নিজের ফেসবুকে শেয়ার করেছেন। এ পোস্টের ক্যাপশনে যুক্ত করেছেন তার কিছু ভাবনা ও আহ্বান।আরো পড়ুন:স্পর্শিয়ার অস্ত্রোপচার, দোয়া চাইলেন অভিনেত্রী‘ভাইস প্রিন্সিপাল’ তারকা মারা গেছেন পিয়া জান্নাতুল বলেন, “যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে এটা আপনার দায়িত্ব সমাজকে গঠন করা, নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়। শুধু ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা আপলোড করা কারো কাজ হতে পারে না।” তারকা ব্যক্তিত্বের কথা উল্লেখ করে পিয়া জান্নাতুল বলেন, “যদি আপনি একজন পাবলিক ফিগার হন,...