চলমান নারী বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে পড়েন দারুণ ছন্দে থাকা পেসার মারুফা। পরবর্তী ম্যাচগুলোতে তার খেলা নিয়েও জেগেছিল সংশয়। তবে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগেই সুখবর পেয়েছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে পরবর্তী ম্যাচেই মাঠে দেখা যাবে মারুফাকে।নারী দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ জানান, কোনো রকম চোট নেই মারুফার। নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমকে জানান, স্ক্যান করার প্রয়োজন হয়নি এই টাইগ্রেস পেসারের।তিনি বলেন, ‘মারুফা শুশ্রূষা নিয়ে ইংল্যান্ড ম্যাচে শেষদিকে বোলিং করার জন্য প্রস্তুত ছিল। ততক্ষণে তেমন ওভার না থাকায় অধিনায়ক ঝুঁকি নিতে চায়নি। মারুফা আক্তার পরের ম্যাচে খেলবে। সে ফিট আছে।’বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরুতেই আগুন ঝরানো স্পেলে মাত্র ৫ ওভারে ২৮ রান খরচায় মারুফা তুলে নেন ২ উইকেট। এমি জোনস...