ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে একটি গণভোট অনুষ্ঠানে একমত হয়েছে। গণভোটের বিষয়টি এখন আমাদের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয়। গত ২১ সেপ্টেম্বরপ্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে আমি বলেছিলাম, জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়া উচিত হবে না। চব্বিশের গণ-অভ্যুত্থান আমাদের রাজনৈতিক ইতিহাসের একটি অন্যতম বড় ঘটনা। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এখন একটি গণতান্ত্রিক উত্তরণের পথে রয়েছি। এ পরিপ্রেক্ষিতে জুলাই সনদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া যেতে পারে এবং তা একটি যৌক্তিক দাবি। প্রথমত, জুলাই সনদ রাজনৈতিক ঐকমত্যের ওপর প্রতিষ্ঠিত একটি বড় মাপের রাজনৈতিক দলিল। রাজনৈতিক দলগুলো একে গণভোটের মাধ্যমে জনগণ কর্তৃক সমর্থন লাভের যে প্রস্তাব করেছে, তা সাংবিধানিকভাবে বৈধ। সেই বৈধতার ভিত্তি হচ্ছে আমাদের সংবিধানের অনুচ্ছেদ ৭(১), যাতে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস জনগণ—এই মর্মে স্বীকৃতি রয়েছে। এখন...