পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সন্ধ্যা নদীর বিভিন্ন স্থানে ধুমধামে চলছে মা ইলিশ শিকারের মহোৎসব। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার রাজবাড়ী ও সেহাংগল এলাকাসহ নদীর একাধিক পয়েন্টে মৌসুমি জেলেরা নির্বিঘ্নে বড় ও মাঝারি আকারের ইলিশ শিকার করেন।স্থানীয়দের অভিযোগ, অন্য উপজেলার মতো নেছারাবাদে এবার তেমন প্রচার-প্রচারণা হয়নি। বরং একদিকে অভিযানের ট্রলার নামছে, অন্যদিকে নদীর অন্যপ্রান্তে চলছে ইলিশ ধরার উৎসব। এদিকে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশ দাবি করছে তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন।উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, লোকবল সংকটের কারণে শতভাগ অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না। নৌপুলিশও দাবি করছে, অভিযানের সময় নদীতে কোনো জেলে বা জাল পাওয়া যায়নি। তবে এদিন বানারীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি জাল উদ্ধার করা হয় এবং জালে ধরা পড়া ইলিশ অভিযানে যাওয়া ট্রলারের চালক নিয়ে যান বলে অভিযোগ...