গাজামুখী সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীদের বহনকারী নৌবহরকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৮অক্টোবর) এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি সেনারা দ্য কনশেনস নামের জাহাজটির দখল নিয়েছে। এই জাহাজে মোট ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী ছিলেন। এর আগে গাজা অভিমুখী আরো তিনটি ছোট নৌযানকেও ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছে বলে জানানো হয়েছে। খবর আল জাজিরার। কনশেনস জাহাজটিতে বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমও ছিলেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ফ্রিডম ফ্লোটিলার নৌবহরে অভিযান চালানোর বিষয়টি স্বীকার করেছে। মন্ত্রণালয়ের দাবিতে বলা হয়েছে, বৈধ নৌ অবরোধ ভেঙে যুদ্ধাঞ্চলে প্রবেশের আরেকটি ব্যর্থ প্রচেষ্টা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। তারা আরো জানিয়েছে, নৌযানগুলো ও যাত্রীদের একটি ইসরায়েলি...