মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন হামজা চৌধুরী। ভক্ত-অনুরাগীরা ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়েন। আবদার মেটালেন হাসিমুখে। এরপর অনুশীলনে যোগ দিলেন। কিছুক্ষণ পর সাংবাদিকদের সামনে এসে সিলেটের আঞ্চলিক ভাষায় জানিয়ে দিলেন, ‘খুব চান্স আছে। আমি কোচের সঙ্গে মাতছি। আমাদের ট্যালেন্ট আছে, অ্যাগ্রেসিভনেস আছে। লাস্ট স্টেপ হলো, বহুত কনফিডেন্স পাইয়া ইনশাআল্লাহ আমরা উইনিং টিম হমু।’ এশিয়ান কাপ বাছাইয়ে বৃহস্পতিবার হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। আগের দুই ম্যাচের একটিতে হার, অপর ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র। এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে হাভিয়ের কাবরেরার দল। ঘরের মাঠে পুরো তিন পয়েন্ট চায় দল। হামজার কথা, ‘খুব আশাবাদী, এ নিয়ে তৃতীয়বার এলাম। কোচ ও ফুটবলারদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। দল কঠিন পরিশ্রম করছে। ইনশাআল্লাহ আমরাই জিতব।’ হামজা বলেন, ‘সিঙ্গাপুর ম্যাচে...